সাম্প্রতিক করোনাভাইরাস মোকাবিলায় চীনের তৎপরতার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬ ফেব্রুয়ারি রাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় তারা করোনাভাইরাস ইস্যুতে কথা বলেছেন।
চীনা সংবাদমাধ্যম জানায়, ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস প্রতিরোধে চীনের প্রচেষ্টার প্রশংসা করেছেন। একইসঙ্গে দ্রুত এই ভাইরাসের বিস্তার রোধে চীন সক্ষম হবে বলে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন।
এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং করোনাভাইরাস মোকাবিলায় নিজের দেশের বিভিন্ন উদ্যোগের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেন। শি জিনপিং বলেন, করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় আমাদের পূর্ণ আত্মবিশ্বাস ও সামর্থ্য আছে।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এ পর্যন্ত ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৩১ হাজারের বেশি মানুষ। বর্তমানে গোটা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। এই ভাইরাসের সূত্রপাত চীনে। দেশটির মধ্যাঞ্চলের প্রাদেশিক রাজধানী শহর উহানে এর উপদ্রব ঘটে।
বিডি প্রতিদিন/আল আমীন