চীনে ভয়াবহ রূপ নিয়েছে করোনাভাইরাস। নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে। করোনায় আক্রান্তের কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন। বেশ কয়েকটি দেশ তার বাসিন্দাদের করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তবে পাকিস্তান এক্ষেত্রে ভিন্ন ভূমিকা পালন করছে।
পাকিস্তান সরকার জানিয়েছে, চীন থেকে কোনো নাগরিককে দেশে ফিরিয়ে নেবে না। তবে ভারত বলছে চীনের উহান প্রদেশে আটকে পড়া পাকিস্তানি শিক্ষর্থীদের উদ্ধারের তারা সহায়তা করতে পারে।
এই বিষয়ে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 'পাকিস্তানের পক্ষ থেকে কোনো অনুরোধের খবর আমাদের কাছে আসেনি। তবে উহানে আটকে পড়া পাকিস্তানি শিক্ষার্থীদের উদ্ধারে যদি কোনো পদক্ষেপ না নেয় ইসলামাবাদ, তাহলে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভারত।'
এর আগে এয়ার ইন্ডিয়ার জাম্বো বিমানে দুই দফায় মোট ৬৫৪ জনকে উদ্ধার করেছে ভারত।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ