চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। শনিবার পর্যন্ত এ ভাইরাসে মারা গেছে ৭২২ জন এবং আক্রান্ত হয়েছে ৩৪ হাজার জন।
মৃত্যুর সংখ্যার দিক দিয়ে সিভিয়ার একিউট রেপাইরেটরি সিনড্রোমকে (সার্স) ছাড়িয়েছে করোনাভাইরাস। দুই দশক আগে সার্স আঘাত হেনেছিল। চীন ও হংকংয়ে ২০০২-২০০৩ সালে সার্স ভাইরাসে ৬৫০ জন প্রাণ হারান।
গতকাল শুক্রবার ৮৬ জন মারা যান, যার মধ্যে ৮১ জনই হুবেই প্রদেশের। গতকাল আক্রান্ত হয়েছে ৩ হাজারের বেশি ব্যক্তি। পর্যবেক্ষণে রাখা হয়েছে আরও ৪০০০ জনকে।
বিডি প্রতিদিন/ফারজানা