চীন ফেরত এক বাংলাদেশি শিক্ষার্থীকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসলিশন বিভাগে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগজ্ঞের মোতালেব হোসেন তার চীন ফেরত পুত্র তাজদীদ হোসেনকে রংপুর মেডিকেল কলেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে আসেন। এতে হাসপাতালে হৈ-চৈ পড়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে পুরো হাসপাতালে ডাক্তার, নার্স, রোগীসহ অভিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক সকলকে মাস্ক পড়তে দেখা গিয়েছে।
রংপুর মেডিকেলের পরিচালক ডা. মোকাদ্দেম হোসেন জানান, তার শরীরে করোনাভাইরাস আছে কিনা, তা পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।
চীনে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭২২ জন এবং আক্রান্ত হয়েছে মোট ৩৪ হাজার। এ জন্য বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসছে। জ্বরসহ কোনো লক্ষণ থাকলে তাদের দুই সপ্তাহের পর্যবেক্ষণে রাখছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। মৃত্যুর সংখ্যার দিক দিয়ে এ ভাইরাস সার্সের ভয়াবহতাকেও ছাড়িয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা/হিমেল