চীন ফেরত বাংলাদেশিরা স্বাভাবিক জীবনে ফিরছেন আগামী ১৪ ফেব্রুয়ারি। ওই দিন তাদের রাজধানীর আশকোনা হজক্যাম্পের ডরমেটরি থেকে বাসায় যাওয়ার অনুমতি দেয়া হবে। কারও মধ্যেই করোনাভাইরাস ধরা পড়েনি।
১ ফেব্রুয়ারি চীনের উহান থেকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন ৩১৬ বাংলাদেশি। এর মধ্যে আটজনের শরীরে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকায় সাতজনকে কুর্মিটোলা হাসপাতালে এবং একজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি যাত্রীদের আশকোনা হজক্যাম্পের ডরমেটরিতে রাখা হয়। যাত্রীদের মধ্যে ১২ জন শিশু এবং তিনটি নবজাতকও রয়েছে।
নিয়ম অনুযায়ী তাদের ১৪ দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উহান থেকে দেশে ফেরার পর সতর্কতার সঙ্গে তাদের সরাসরি সেখানে নিয়ে যাওয়া হয়।
বিডি প্রতিদিন/ফারজানা