সন্দেহভাজন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ইরানে এক নারীর প্রাণহানি ঘটেছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় দৈনিক ইরান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে এ ব্যাপারে খবরে কোনও সূত্রের নাম কিংবা উদ্ধৃতি ব্যবহার করেনি ইরানি এই দৈনিক।
দৈনিক ইরান বলছে, সোমবার তেহরানের একটি হাসপাতালে ৬৩ বছর বয়সী ওই নারী মারা গেছেন। এবং তার মৃত্যুর কারণ উদঘাটনে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
তবে করোনা ভাইরাসে ওই নারীর মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপোর। তিনি বলেন, ইরানে করোনাভাইরাসে আক্রান্তের কোনও ঘটনা নেই।
বিডি-প্রতিদিন/মাহবুব