নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানে ৮০ বছরের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে জাপানে এই প্রথম কোনো রোগীর মৃত্যু হলো।
বৃহস্পতিবার জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনবু কাতো এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনায় মৃত্যু হওয়া ওই নারী টোকিওর সীমান্তবর্তী কানাগাওয়া প্রদেশে বাস করতেন। তবে এর বাইরে তিনি আরও কোনো তথ্য দেননি।
নতুন বছরের প্রথম মাস থেকে চীনের উহানে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার শেষ খবর পর্যন্ত ১৩১০ জনের মৃত্যু হয়েছে।
সূত্র: চ্যানেল নিউজ এশিয়া
বিডি-প্রতিদিন/মাহবুব