কভিড-১৯ নামের মহামারী করোনাভাইরাস আশঙ্কায় বাংলাদেশি নাগরিককে ভারতে প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। ওই ব্যক্তির উচ্চ তাপমাত্রা থাকার কারণেই তাকে ফিরিয়ে দেয়া হয়েছে।
ওই বাংলাদেশি ত্রিপুরার আখাউড়া আন্তর্জাতিক চেক-পোস্ট দিয়ে ভারতে প্রবেশ করছিলেন। তার আগে আখাউড়া চেকপোস্টের মেডিকেল ক্যাম্পে ওই যাত্রীকে যখন স্ক্রিনিং করা হয় তখন তার শরীরে উচ্চ তাপমাত্রায় জ্বর ধরা পড়ে। এরপরই কোন ঝুঁকি না নিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বিষয়টির সত্যতা স্বীকার করে ত্রিপুরার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ডিরেক্টর রাধা দেববর্মা বুধবার এ তথ্য জানান।
এদিকে করোনাভাইরাস নিয়ে সতকর্তামূলক পদক্ষেপ হিসাবে মিজোরাম রাজ্য সরকার বাংলাদেশ ও মিয়ানমারের সাথে তাদের সীমান্ত সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্য সরকারও জানিয়েছে, তারাও বাংলাদেশ সীমান্তবর্তী দুইটি সীমান্ত হাট বন্ধ করবে।
বিডি প্রতিদিন/ফারজানা