করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই ৭১ নাগরিককে নেপাল পাঠিয়েছে চীন। তাদের পোখারা বিমানবন্দরের নির্মাণ সাইটে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গত ৪-৬ মার্চের মধ্যে ৭১ চীনা কর্মী নেপাল পৌঁছান। এতে একই প্রজেক্টে কর্মরত নেপালের কয়েকজন কর্মী কভিড-১৯ এর মহামারী নিয়ে উদ্বেগ প্রকাশ করলে চীনা কর্মীদের কোয়ারেন্টাইনে রাখা হয়।
বিমানবন্দরের নির্মাণ প্রজেক্টের প্রধান বিনেশ মুনকার্মি জানান, নেপাল কিংবা চীনের কোনো কর্মীর স্বাস্থ্য সমস্যা নেই। চীন থেকে যারা ফিরেছেন তাদের কিছুদিন কোয়ারেন্টাইনে রাখা হবে। পরিস্থিতি স্বাভাবিক। এগুলো শুধু সতর্কতামূলক পদক্ষেপ যাতে নেপালি কর্মীরা আতঙ্কিত না হন।
সূত্র: ইন্ডিয়া ব্লুমস
বিডি প্রতিদিন/ফারজানা