করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা সাহসী জাতি। যেকোনো দুর্যোগে বাঙালি ঘুরে দাঁড়ায়। এবারও সাহসিকতার সঙ্গে মোকাবেলা করবে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
প্রবাসীদের দেশে না ফেরার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রবাসীদের এই সময় দেশে না ফেরার আহ্বান জানাচ্ছি।
যারা জীবাণুনাশকের দাম বাড়াচ্ছে তারা গণদুশমন বলেও মন্তব্য করেন তিনি। বিমানবন্দরে ব্যাপক আকারে পরীক্ষা-নিরীক্ষারও আহ্বান জানান নাসিম।
তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠান সীমিত করেছে ১৪ দল। ১৭ মার্চ রাত ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল ও মোমবাতি প্রজ্বলন, দুপুরে মিলাদ মাহফিল হবে। ২০ মার্চ টুঙ্গিপাড়ায় সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম