লক্ষ্মীপুরে ‘করোনাভাইরাস, জলাতঙ্ক ও হাম রুবেলা’ রোগে করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী সদর হাসপাতালের হলরুমে পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।
এতে ডা. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আইয়ুব মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিনা ইয়াছমিন, ডা. মো. রিয়াজ মাহমুদ, ডা. আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা এসব ভয়ঙ্কর ব্যাধি নিয়ে সরকারের চলমান নানা কার্যক্রমের কথা তুলে ধরেন। একই সঙ্গে শতভাগ রোগমুক্তিতে সচেতনতা বৃদ্ধি, ভ্যাকসিন নেওয়াসহ সঠিক চিকিৎসার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া জলাতঙ্ক রোগ থেকে মুক্তি পেতে প্রতিটি ইউনিয়নে কুকুরগুকে ৩ রাউন্ড টিকা প্রদান, করোনাভাইরাস মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ওয়ার্ড চালু করার পরামর্শ দেন।
এ সময় সদর উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন