করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব।। এরইমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো ভারতে। গত মঙ্গলবার কর্নাটকের কলবুর্গী জেলায় ৭৬ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিজ বাড়িতেই মারা যান ওই বৃদ্ধ। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী।
গত মঙ্গলবার মৃত্যু হলেও বৃহস্পতিবার (১২ মার্চ) জানা যায় তিনি করোনাতেই আক্রান্ত ছিলেন। তেলেঙ্গানার একটি হাসপাতালে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকরা সন্দেহ করেছিলেন যে, তার শরীরে করোনাভাইরাস আছে। বৃহস্পতিবার সেই টেস্টের রিপোর্ট আসে ও জানা যায়, ওই ব্যক্তি করোনাতেই আক্রান্ত ছিলেন।
ওই বৃদ্ধের মৃত্যুর কথা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রালয়ও। বিবৃতিতে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিনে সৌদি আরব থেকে ভারতে ফিরেছিলেন ওই বৃদ্ধ। সেই সময় তার ডাক্তারি পরীক্ষা হলেও করোনার উপসর্গ ধরা পড়েনি। উচ্চরক্তচাপ ও হাঁপানির রোগী ছিলেন ওই বৃদ্ধ। গত ৫ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে কলবুর্গীর একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। নার্সিংহোম থেকে ওই বৃদ্ধকে হায়দ্রাবাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। তবে সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে চলে যান তার আত্মীয় পরিজনরা। এরপর গত মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ তার মৃত্যু হয়।
এদিকে, ভারতে প্রথম করোনা আক্রান্তের মৃত্যুর পরই চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে কর্নাটক জুড়ে। এ ঘটনা সাওনে আসতেই বেঙ্গালুরুর সকল স্কুল বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার। সিবিএসই, আইসিএসইসহ সব বোর্ডের স্কুলেই ১৩ মার্চ থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ