সৃজিত মুখার্জির সঙ্গে দেখা করতে ভারতে আসা সম্ভব হচ্ছে না তার সদ্য বিবাহিতা স্ত্রী মিথিলার। তাই হয়তো কিছুটা মন খারাপ সৃজিত পত্নীর। মিথিলা তার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, দীর্ঘদিন পর যখন সৃজিত মুখোপাধ্য়ায়ের সঙ্গে তার দেখা করার কথা, তখন বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলাকে ভারতীয় নাগরিকত্ব নেবেন কিনা প্রশ্ন করা হয়। উত্তরে মিথিলা জানান, এইসব অনেক জটিল বিষয়। তাই এসব নিয়ে পরে ভাববেন, আপাতত ভিসা পেলেই হবে।
আর এরই মাঝে করোনাভাইরাসের কারণে ভারতে আসার কল ভিসা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। সেই সাক্ষাৎকারটিও মিথিলা নিজের পেজে শেয়ার করেছেন এবং মজা করে লিখেছেন, ''শুধুমাত্র করোনাই এখন সিদ্ধান্ত নিতে পারে''।
তবে মিথিলার ভিসা বাতিল করার সেই পোস্টের নিচে কমেন্টেও করেছেন অনেকে। কেউ লিখেছেন ''শ্বশুরবাড়ি যাবে কীভাবে?'', কেউ আবার তাকে আশ্বস্ত করেছেন ''তুমি না যেতে পারো, ভাইয়া এখানে চলে আসবে।'' কেউ আবার মিথিলার দুঃখে সহমর্মী হয়েছেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ