অস্ট্রিয়াতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সী এক বৃদ্ধ গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ভিয়েনার ফ্রান্স যোসেফ হাসপাতালে মারা গেছেন। অস্ট্রিয়াতে এই প্রথম করোনাভাইরাস আক্রান্ত কোনও রোগীর মৃত্যু ঘটলো।
এদিকে, অস্ট্রিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬১ জন। এর মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
করোনাভাইরাস নিয়ে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে অস্ট্রিয়ার সকল স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি ব্যপক জনসমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রিয়া সরকার। যার ফলশ্রুতিতে শুক্রবার (১৩ মার্চ) কোনও জুম্মার নামায অনুষ্ঠিত হচ্ছে না।
করোনাভাইরাস বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে অস্ট্রিয়া সরকার। এমনটাই আভাস দিয়েছেন দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বিশেষত হাসপাতালে জনসাধারণের পরিদর্শন আপাতত বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। করোনাভাইরাস অস্ট্রিয়ার পর্যটক খাতে ব্যপক ক্ষতিসাধন করেছে। কেননা অস্ট্রিয়ার সকল দর্শনীয় স্থান আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ