কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে রবিবার দুপুরে করোনাভাইরাস সম্পর্কিত জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছে। শহরের ভায়না মোড় থেকে প্রচারণা শুরু করে চৌরঙ্গী মোড় হয়ে জেলা জজ আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় তারা পথচারীসহ বিভিন্ন দোকানে করোনাভাইরাস থেকে বাঁচতে করণীয় বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রচারপত্র বিলি করেন। জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদের নেতৃত্বে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন।
জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ জানান, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে আজ বিপর্যয় নেমে এসেছে। বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যের ঊর্ধ্বে মানুষের জীবন রক্ষায় কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি ঘোষণা করেছে। মানুষের এ বিপদের মুহুর্তে দেশের মানুষের পাশে দাঁড়াতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন