দিনাজপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা দুজন করোনাভাইরাসের আশঙ্কামুক্ত বলে জানিয়েছে সিভিল সার্জন। ২৭ ফেব্রæয়ারি চীনের জেজিয়াং প্রদেশ থেকে মালয়েশিয়া হয়ে এক শিক্ষার্থী বাংলাদেশে প্রবেশ করেন বলে জানা যায়। তিনি দিনাজপুর সদর উপজেলার উপশহর এলাকার বাসিন্দা।
দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, চীন থেকে ফেরত আসা ওই শিক্ষার্থী ও তার বাবা বেশ কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হন। এ খবরে ১০ মার্চ রাতে সিভিল সার্জন অফিসের একটি মেডিকেল টিম তাদের বাড়ি গিয়ে দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখে।
পরে আইইডিসিআরের দায়িত্বে থাকা একটি টিম ওই শিক্ষার্থীর কাছ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা আইইডিসিআর থেকে জানানো হয়, তারা দুজন আশঙ্কামুক্ত। তাছাড়া হোম কোয়ারেন্টাইনে তাদের ১৪ দিন পার হয়েছে। এখন তারা আশংকামুক্ত। এছাড়া দিনাজপুরে আর কোনো করোনা সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়নি বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন