করোনাভাইরাসে আতঙ্কিত হওয়ায় মানুষজন ফেস মাস্ক, হ্যান্ড গ্লাভস ও স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করার ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের সাথে ওষুধ ব্যবসায়ীদের মতবিনিময় সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে চেম্বার বোর্ড রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল কাদের, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন প্রমুখ। মতবিনিময় সভায় রংপুর চেম্বারের পরিচালকবৃন্দসহ শতাধিক ওষুধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক