বগুড়ায় নতুন করে বিদেশ ফেরত আরও ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে ১১ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট ২০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হলো। জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানান, সবচেয়ে বেশি আটজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে নন্দীগ্রাম উপজেলায়।
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল জানান, শনিবার ওই উপজেলার বিভিন্ন গ্রামে নতুন করে ছয়জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর আগে গত ১২ মার্চ সৌদি আরব থেকে ওমরা হজ করে আসা এক দম্পতিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু জানান, বগুড়া সদর ও সোনাতলা উপজেলায় পাঁচজন করে ১০ জন এবং ধুনট ও সারিয়াকান্দিতে একজন করে ২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ডা. সামির হোসেন মিশু বলেন, গত ১১ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত জেলায় মোট ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে ১৩ মার্চ পর্যন্ত জেলায় মোট ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
বিডি-প্রতিদিন/শফিক