সিঙ্গাপুরে নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসে চিহ্নিত হয়েছে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সিঙ্গাপুরে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা এটি।
দেশটিতে এখন পর্যন্ত মোট ২২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০৫ জন পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। রবিবার নতুন করে যে ১৪ জনকে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয়েছে; তাদের মধ্যে অন্তত ৯ জনই বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিঙ্গাপুরে এসেছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে প্রথমবারের মতো ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসীকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
পরে ১৩ ফেব্রুয়ারি ৩৭ ও ৩০ বছর বয়সী আরও দুই বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। সিঙ্গাপুরের ওয়ার্ক পাসধারী এ দুই বাংলাদেশিও সেলেটার অ্যারোস্পেসে কর্মরত ছিলেন। ১৫ ফেব্রুয়ারি সেলেটার অ্যারোস্পেস হেইটসে কর্মরত আরও এক বাংলাদেশি করোনায় আক্রান্ত হন। করোনায় আক্রান্ত এই পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন সুস্থ্য হয়ে উঠলেও এখনও একজন দেশটিতে চিকিৎসাধীন আছেন।
বিডি প্রতিদিন/আরাফাত