করোনা আতঙ্কে বেসামাল মার্কিন মুল্লুক। পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে করোনা সংক্রমণ রোধে একগুচ্ছ সুনির্দিষ্ট পদক্ষেপের কথাও ঘোষণা করেছেন তিনি।
ট্রাম্প জানিয়েছেন, ইন্টারনেট জায়ান্ট অ্যালফাবেট একটি ওয়েবসাইট তৈরি করছে। যেখানে মার্কিন নাগরিকরা দেখতে পারবেন তাদের কোনও রকম করোনাভাইরাসের লক্ষণ রয়েছে কিনা। অর্থাৎ, করোনা সংক্রমণের ভয়ে তাদের পরীক্ষা করানোর প্রয়োজন রয়েছে কিনা তাও জানাবে এই ওয়েবসাইট।
গুগলের পক্ষ থেকে টুইট করে এই ওয়েবসাইট তৈরির কথা ঘোষণা করা হয়েছে।
জানানো হয়েছে, গুগল এক্স ল্যাব একটি হেলফ বিজনেস ইউনিটের সাহায্যে একটি টুল তৈরি করতে চলেছে যেখানে কোভিড ১৯-এর পরীক্ষা প্রয়োজন কিনা তা জানা যাবে।
ট্রাম্পও গুগলকে এ কারণে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন। তিনি বলেন, 'গুগল একটি ওয়েবসাইট তৈরিতে সাহায্য করছে কাদের দ্রুত করোনাভাইরাস পরীক্ষার প্রয়োজন পড়েছে তা জানিয়ে।
প্রথমে এটি সান ফ্রান্সিসকোর বাসিন্দাদের জন্য ব্যবহার করার সুযোগ করা হবে। এর পর সেটি প্রয়োজন অনুযায়ী বৃহত্তর করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত