সন্দেহভাজন এক করোনাভাইরাস আক্রান্ত রোগী রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছেন।
রবিবার বিকালে বাহরাইন ফেরত ৪০ বছর বয়সী ওই রোগী পালিয়ে যান বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে সকাল ৮টার দিকে গায়ে জ্বর নিয়ে তিনি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।
হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া গণমাধ্যমকে জানান, সাড়ে ১২টার দিকে আইইডিসিআরের দল স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এলে মেডিসিন ওয়ার্ডে তাকে ও তার স্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/আরাফাত