করোনাভাইরাসের কারণে নর্থ সাইপ্রাসে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির সরকার। নর্থ সাইপ্রাসের প্রধানমন্ত্রী মোস্তফা আকিন রবিবার স্থানীয় সময় সকাল ১০টায় এ ঘোষণা দেন।
ফার্মেসি, বেসরকারী স্বাস্থ্য পরিষেবা, পুলিশ স্টেশন গ্যাস স্টেশনগেলো ছাড়া সকল প্রকার প্রাইভেট ব্যবসা
প্রতিষ্ঠান ও সরকারি সেবা প্রদান ও সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান আগামি ২৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
দেশটিতে ইতিমধ্যে ১২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। প্রতিদিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। ৭১টি দেশের সাথে সরাসরি ফ্লাইট সংযোগ বিচ্ছিন্ন করেছে নর্থ সাইপ্রাস সরকার।
এদিকে, সকল কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় সেখানের প্রবাসী বাঙালিরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। ইতিমধ্যে অনেকের কাজ চলে গেছে। এমতাবস্থায় প্রবাসী বাঙালিরা অনিশ্চিত ও আতঙ্কে দিন কাটাচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ