চাঁদপুরে বিদেশফেরত ২২ জন পর্যবেক্ষণে রয়েছেন। আক্রান্ত ২২ জনের মধ্যে ১৯ জন ইতালি ও ৩ জন চীন থেকে এসেছেন।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ খান বলেন, বিদেশ থেকে আসা ২২ জন অবজারভেশনে রয়েছেন। তাদের প্রত্যেককে স্বাস্থ্য বিভাগের আইসোলেশন সেন্টারের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগ ৮টি উপজেলায় ১০০টি আইসোলেশন সেন্টারের মাধ্যমে এই সেবা ও পরামর্শ প্রদান করে আসছে।
বিডি প্রতিদিন/হিমেল