গোটা বিশ্বে করোনাভাইরাস ভয়াবহ আঘাত হানায় মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী দাতুক সেরি ড জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি বলেছেন, ইয়াং ডি-পার্টুয়ান আগোংয়ের ডিক্রি ক্রমে জুমার নামাজসহ মসজিদের সমস্ত ধর্মীয় কার্যক্রম আগামী ১০ দিনের জন্য স্থগিত করা হবে। ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মসজিদ ও সুরউতে সমস্ত কার্যক্রম স্থগিত করতে হবে।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, "সমস্ত মসজিদ ও সুরউ কমিটিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পরিষ্কার ও স্যানিটাইজিং পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।"
১০ দিনের এ স্থগিতাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ সাপেক্ষে দেয়া হয়েছে বলেও জানান জুলকিফলি।
কোভিড -১৯ এর কারণে মৃত্যুর ঘটনায় তিনি বলেছিলেন যে মৃত ব্যক্তির লাশ হ্যান্ডলিংয়ের জন্য কিছু ভাতা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম