গত মাসের শেষের (২৫ ফেব্রুয়ারী) দিকে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্তের পর এ প্রথম ৬৫-বছর বয়েসী এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় গণমাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংবাদ প্রচার করা হয়।মারা যাওয়া ঐ নারী গতমাসে ইরান থেকে ফিরেছিলেন।
মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয় মৃতের পরিবার ও আত্মীয়দের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে।
বিডি প্রতিদিন/হিমেল