করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব। এই মারণ ভাইরাস থেকে সুরক্ষায় প্রতিটি দেশই নিজেদের মতো করে ব্যবস্থা নিচ্ছে। এবার কানাডা সরকারও নিজ দেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা ছাড়া সব বিদেশিদের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
একই সঙ্গে কারো দেহে করোনাভাইরাসের লক্ষণ থাকলে তাকে বিমানে উঠতে না দিতে এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সিদ্ধান্তের কথা জানান। বুধবার দুপুর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ক্যারিবিয়ান অঞ্চল এবং কূটনৈতিকদের এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা কানডিয়ানদের অবিলম্বে কানাডায় ফিরে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যে সব কানাডিয়ান বিদেশে আছেন তাদের দ্রুতে দেশে চলে আসার এটাই সময়। যারা সবেমাত্র বিদেশ থেকে এসেছেন তাদের ১৪ দিনের জন্য সেলফ আইসোলেশনে থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেছেন, ব্যবসা বাণিজ্য, ওষুধপত্র, এবং জরুরী পণ্য সরবরাহে নিয়োজিত আকাশ পরিবহনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। প্রধানমন্ত্রী বলেন, বুধবার থেকে কেবলমাত্র টরন্টো, মন্ট্রিয়ল,ভ্যাঙ্কুভার এবং ক্যালগেরি বিমান বন্দরে আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা করবে।
বিডি-প্রতিদিন/শফিক