করোনাভাইরাসের থাবায় পাকিস্তানও বাদ নেই। তবে তা ক্রমেই বড় আকার ধারণ করছে তেমন ছবি উঠে আসছে। এক ধাক্কায় করোনাভাইরাসে আক্তান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬। শেষ ২৪ ঘণ্টায়, মোট ১৩১টি ঘটনা একলাফে বেড়ে গিয়ে ১৮৬ জন, এমনটাই তথ্য জানিয়েছে পাকিস্তানের মিডিয়া।
জানা গেছে, করাচি বিমানবন্দরে কড়া সতর্কতা রাখা হয়েছে। যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন সিভিল এভিয়েশন অথোরিটির মুখপাত্র আব্দুস সাত্তার খকার। সন্দেহভাজন রোগীদের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের আইসলেশনে রাখা হয়েছিল বলে খকার জানিয়েছেন। তবে সিন্ধু প্রদেশের সরকারী মুখপাত্র মুরতাজা ওয়াহাব জানিয়েছেন, এই ভাইরাস প্রতিহত করার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের আরও কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিডি-প্রতিদিন/শফিক