কভিড-১৯ নামের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে মৃত্যু হয়েছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মাহমুদুর রহমানের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে তৃতীয় বাংলাদেশি মারা গেলেন।
জানা গেছে, কয়েক মাস আগে তার ব্রিটেন প্রবাসী নাতনির বিয়েতে যোগ দিতে লন্ডনে এসেছিলেন মাহমুদুর রহমান। যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমুদ্র ভ্রমণেও গিয়েছিলেন তিনি।
পিকনিক থেকে ফেরার পরপরই ব্রেইন স্টোক করে হাসপাতালে ভর্তি হন মাহমুদুর রহমান। এর মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হন। গতকাল সোমবার লন্ডনের একটি হাসপাতালে মৃত্যু হয় তার।
বিডি প্রতিদিন/ফারজানা