জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা জানিয়েছেন, তার শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। সোমবার তিনি টুইটারে এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েেছেন।
ইদ্রিস এলবা আরও জানান, তিনি সুস্থ আছেন। তার শরীরে কোনো উপসর্গও নেই। তারপরও নিজেকে তিনি আইসোলেটেড করে রেখেছেন। যাতে তার থেকে এ ভাইরাস কারও শরীরে ছড়াতে না পারে।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ঘরে থাকুন এবং বাস্তববাদী হোন। পাশাপাশি করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানিয়েছেন ৪৭ বছর বয়সী এ ব্রিটিশ অভিনেতা।
বিডি প্রতিদিন/ফারজানা