কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরতদের জন্য উপহার সামগ্রী পাঠানো হচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
সোমবার নগরীর বিভিন্ন এলাকায় কোয়ারেন্টাইন থাকা প্রবাসীদের জন্য সিএমপি’র কমিশনারের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌছে দেয় থানা পুলিশ।
সিএমপি’র কমিশনার মাহাবুবর রহমান বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের জন্য পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী পাঠানো হচ্ছে। প্রথম দিন ৮০ জনের কাছে উপহার সামগ্রী পাঠানো হয়। পুলিশ কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির হাতে উপহার পৌছে দেয়ার সাথে সাথে করোনাভাইরাস নিয়ে সচেতনতা তৈরি করছে পুলিশ।
জানা যায়, বিদেশ থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে এবং করোনা বিষয়ে সচেতনতা তৈরি করতেই সিএমপি অভিনব এ উদ্যোগ নেয়। এ উদ্যোগের অংশ হিসেবে প্রথম দিন ৮০ জনের কাছে উপহার সামগ্রী পাঠানো হয়। এ উদ্যোগের মাধ্যমে একদিনে এক দিকে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত হচ্ছে। অপর দিকে তাদের বোঝানো হচ্ছে তারা পুলিশের নজরদারীতে রয়েছে। উপহার সামগ্রী পৌঁছানোর সাথে সাথে তাদের হোম কোয়ারেন্টাইন মেনে চলার পরামর্শ দিচ্ছে পুলিশ।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, খুলশী থানার এলাকার কোয়ারেন্টাইন থাকা পাঁচ পরিবারের কাছে পুলিশের উপহার সামগ্রী পাঠানো হয়। উপহার সামগ্রী তুলে দেয়ার সাথে সাথে তাদের হোম কোয়ারেন্টাইন নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন