গাইবান্ধা শহরের খাঁপাড়ায় আমেরিকা প্রবাসী গৃহবধু ও তার সন্তানের করোনা শনাক্ত হওয়ায় তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানিয়েছেন, লক্ষণ ততো মারাত্মক না হওয়ায় মা ও ছেলেকে গভীর পর্যবেক্ষণে রেখে বাড়িতেই চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাহপুর গ্রামে তারা (সনাক্ত মা ও ছেলে) আত্মীয়ের বাড়িতে ১৩ মার্চ বিয়ের দাওয়াত খেয়ে আসার পর সেই পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা ও নমুনা সংগ্রহে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধি দল আজ সাদুল্লাপুর হবিবুল্লাহপুর গ্রামে আসার কথা রয়েছে।
এদিকে, গতকাল প্রশাসনের পক্ষ থেকে সাদুল্লাপুরে লকডাউনের ঘোষণা এবং পরে জেলা প্রশাসন থেকে লকডাউনের অনুমতি না দেয়ার ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাট, বাজার, অফিসে লোকজনের উপস্থিতি অনেক কমে গেছে।
দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি অর্ধেকেরও কম বলে দোকানিরা জানান। তবে প্রশাসনিকভাবে কেউ এই পরিস্থিতির কথা স্বীকার করছেন না।
সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব বলেন, কিছু মানুষের মধ্যে হয়তো আতঙ্ক আছে কিন্তু উপজেলায় মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় গাইবান্ধায় নতুন করে ৫২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৩৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত