সিলেট বিভাগের চার জেলায় বিদেশ ফেরত আরও ৩৩৬ জনকে হোমকোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সিলেট ওসমানী বিমানবন্দর ও বিভাগের তিন স্থলবন্দর দিয়ে তারা সোমবার দেশে প্রবেশ করেছিলেন। এনিয়ে গত ১০ মার্চ থেকে হোম কোয়ারেন্টিনে যাওয়া বিদেশ ফেরতের সংখ্যা দাঁড়ালো ১৯৫৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় আরেক জনকে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। একই সাথে দেশে ফেরার ১৪ দিন অতিবাহিত হওয়ায় হোমকোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন ১৩২ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, গত ১০ মার্চ থেকে সিলেট বিভাগের চার জেলায় হোমকোয়ারেন্টিনে পাঠানো হয় বিদেশ ফেরত ১৯৫৪ জনকে। এর মধ্যে রয়েছে সিলেটের ৭৭০ জন, সুনামগঞ্জের ২৬৪ জন, মৌলভীবাজারে ৪৪৪ জন ও হবিগঞ্জের ৪৭৬ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় আরেক জনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। এর মধ্যে দু’জনের রিপোর্টও ভালো এসেছে। কিন্তু এখনই তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। কোয়ারেন্টিনের ১৪ দিনের মেয়াদ পূরণ করেই তাদেরকে ছাড়া দেওয়া হবে বলে জানান আনিসুর রহমান। এজন্য তাদেরকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার