করোনাভাইরাস সংক্রমণ রোধে সিলেটের প্রায় সবকটি মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত পাঁচদিনের জন্য নগরীর সকল মার্কেট স্বেচ্ছায় বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি বিবেচনায় শুক্রবারের পর পুণরায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ায় জনসমাগম কমাতে সিলেটের সকল মার্কেট ও ব্যবসায় প্রতিষ্ঠান সন্ধ্যার পর বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন। একই সাথে মার্কেটগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়ার অনুরোধ জানান সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রশাসন ও মেয়রের অনুরোধে গত রবিবার রাতে বৈঠকে বসেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের নেতারা। বৈঠকে তারা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাঁচদিন নগরীর সকল মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে সোমবার নগরীর জিন্দাবাজারের আলহামরা শপিং সিটি, মিলেনিয়াম মার্কেট, ব্লু-ওয়াটার শপিং সিটি, বন্দরবাজারের মধুবন মার্কেটসহ বড় প্রায় সবকটি মার্কেটই বন্ধ ছিল।
বন্দরবাজারের করিমউল্লাহ মার্কেট, সিটি হার্ট, হাসান মার্কেট ও জিন্দাবাজারের সবুজ বিপণী ও শুকরিয়া মার্কেটসহ কয়েকটি মার্কেট খোলা থাকলেও মঙ্গলবার থেকে এসব মার্কেটও বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মার্কেট কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, সিলেটের বেশিরভাগ মার্কেট বন্ধ হয়ে গেছে। যেগুলো খোলা ছিল সেগুলোও আগামীকাল (মঙ্গলবার) থেকে বন্ধ হয়ে যাবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল