মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় চলতি মাসে বিভিন্ন দেশ থেকে ৩০১ জন লোক এসেছেন। এদের মধ্যে রয়েছেন প্রবাসী, বিদেশী নাগরিক ও বিদেশ ফেরত বাংলাদেশিরা।
তাদের মধ্যে ৯৭ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। আর হোম কোয়ারেন্টাইনের বাইরে থাকাদের খোঁজে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারাও।
জানা যায়, চলতি মার্চ মাসের ১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত এ উপজেলার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০১ জন লোক এসেছেন। তবে গত পাঁচ দিনে নতুন করে আর কতজন দেশের বাইরে থেকে এই উপজেলায় এসেছেন তার কোন তথ্য এখনো তাদের হাতে আসেনি।
এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ না মানায় গত তিন দিনে ১১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শ্রীমঙ্গল থানার ওসি আবুস ছালেক বলেন, ‘তালিকানুয়ায়ী প্রবাসীদের খুঁজে খুঁজে আমরা ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখছি।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডা. সাজ্জাদুর রহমান বলেন, প্রতিদিন ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকা প্রবাসীদের খোঁজ নেয়া, নতুন কেউ এলে তাকে খুঁজে বের করে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা এবং স্বাস্থ্য কমল্পেক্সে রোগীদের সেবা দেয়া এক সাথে সবগুলো কাজ করা খুব কঠিন হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ উপজেলায় এখন পর্যন্ত ৯৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাছাড়া এলাকার লোকজনকে সচেতন করার পাশাপাশি বিদেশ ফেরতদের তথ্য জানতে প্রতিটি ইউনিয়নে, ওয়ার্ডে কমিটি করে দেয়া হয়েছে। তিনি করোনাভাইরাস সংক্রামক প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন