করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ফরিদপুর জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি মোতাবেক সোমবার বেলা ১২টা থেকে বোয়ালমারী থানা পুলিশ মাইকিং করে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। সাপ্তাহিক সকল হাট (পশু হাটসহ) আবাসিক হোটেল, শপিংমল, বাণিজ্য কেন্দ্র, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, সিনেমা হল, ভ্রাম্যমাণ ফাস্ট ফুড, স্ট্রীট ফুড, চায়ের দোকানের আড্ডাসহ জনসমাগম হয় এমন সকল কিছু পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
খাদ্য সামগ্রী, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার, সাধারণ খাবারের হোটেল, চিকিৎসা প্রতিষ্ঠান খোলা থাকবে। তবে এ সকল স্থানে ক্রয়-বিক্রয়ের সময় নিরাপদ দূরত্ব এক মিটার বজায় রাখতে হবে। এ ছাড়া জেলা উপজেলা পর্যায়ের খাদ্যদ্রব্যের পাইকারী বাজার জনসাধারণের ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে খোলা থাকবে। এ ছাড়া বিদেশ থেকে আগত সকল প্রবাসীকে আবশ্যিকভাবে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম