টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইন না মানায় জার্মানফেরত এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ অর্থদণ্ড দেন।
এদিকে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টি করায় এক নারীকে পাঁচশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ জরিমানা করেন।
আদালত সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার সোহেল রানা নামের এক জার্মানফেরত প্রবাসী মোটরসাইকেলযোগে পরিবার নিয়ে সখীপুরের পৌর এলাকার জেলখানা মোড় হয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ দিকে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টি করে হামিদা আক্তার নামের এক মহিলা পুলিশে ফোন দেয়। পুলিশ নিয়ে ঘটনা স্থলে গিয়ে তদন্তুপূর্বক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পাঁচশত টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, কোয়ারেন্টাইন না মানায় জার্মান ফেরত এক প্রবাসীকে জরিমানা করা হয়েছে। পরে তাকে একটি ঘরে একাই থাকার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, সরকারি আচরণ বিধি না মানায় ১৮৬০-এর ১৮৮ধারার দণ্ডবিধি অনুযায়ী এক মহিলাকে পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল