নারায়ণগঞ্জে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬২ জন। যার মধ্যে ৩ জন বিদেশী নাগরিক রয়েছেন।
সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ।
তিনি জানান, নতুন করে সোমবার দুপুর পর্যন্ত ৩৫ জনকে অন্তর্ভুক্ত করে মোট ১৬২ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। এদের সকলেই প্রবাসী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তি। এদের মধ্যে ৩ জন বিদেশী নাগরিক রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে একজন আক্রান্ত রয়েছেন।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন