ফরিদপুরের বোয়ালমারী পৌর শহর বাজারে হোম কোয়ারেন্টইনে না থাকায় গোপাল চন্দ্র সাহাকে (৫০) ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে তাকে এ জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাব্বির আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, গোপাল চন্দ্র সাহা গত ১২ মার্চ পার্শ্বের দেশ ভারত থেকে এসেছে। তিনি হোম কোয়ারেন্টাইনে না থেকে বোয়ালমারী বাজারে ঘোরাঘুরি করছিলেন।
ছাব্বির আহমেদ বলেন, গোপাল চন্দ্র সাহা হোম কোয়ারেন্টাইন না মেনে বাজারে ঘুরে বেড়ানোর অপরাধে ২৬৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম