সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, বাংলাদেশে কভিড-১৯ করোনাভাইরাসের পরীক্ষার সক্ষমতা নিয়ে অনেক আলোচনা রয়েছে। আমি বলতে চাই, একদিনেই আইডিসিআরের হাজার লোকের করোনা পরীক্ষার সক্ষমতা আছে। কিন্তু করোনার লক্ষণ ও উপসর্গ আছে আমরা শুধু এমন ব্যক্তিদের পরীক্ষায় আওতায় নিয়ে আসি। করোনার লক্ষণ নেই এমন ব্যক্তির করোনা পরীক্ষার কোনো প্রয়োজন নেই।
আজ সোমবার নিয়মিত ব্রিফিংয়ে অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব কথা বলেন। ব্রিফিংয়ে আরও বলা হয়, বাংলাদেশে নতুন করে আরও এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তার বয়স ২০ এর কোঠায়।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ জন এবং মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ১৯ জন। বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছে ৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।
বিডি প্রতিদিন/ফারজানা