দুই থেকে তিনদিনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভাইরোলজি বিভাগে করোনাভাইরাস শনাক্তের জন্য পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। পরীক্ষার তিন ঘণ্টার মধ্যেই রোগীর রিপোর্ট জানা যাবে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ।
তিনি জানান, কলেজের চারতলায় ভাইরোলজি বিভাগে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা কার্যক্রমের জন্য প্রস্তুত হচ্ছে। কিছু মেশিন আমাদের এখানে রয়েছে। আরও কিছু মেশিন এসে গেছে। আশা করি, দুই-তিনদিনের মধ্যেই পরীক্ষা কার্যক্রম চালু করা যাবে এবং তিন ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে।
অধ্যক্ষ আরও বলেন, হাসপাতালের চিকিৎসক নার্স ও অন্যদের নিরাপত্তাসহ রোগীদের কথা চিন্তা করেই এ পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসকের নির্দেশনার ভিত্তিতে পরীক্ষা করা হবে। এ পরীক্ষায় কোনো রোগীর যদি করোনা ধরা পড়লে সরকারের বরাদ্দকৃত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/শফিক