২ এপ্রিল, ২০২০ ১১:১৫

গোপালগঞ্জে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতিতে গোপালগঞ্জ শহরতলীর মান্দারতলা এলাকায় আশ্রয়ণ কেন্দ্র ‘স্বপ্নের ঠিকানা’র ১৩০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার রাতে আশ্রয়ণ কেন্দ্রে গিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য রিয়াজ রহমান। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি লবণ, ১ লিটার তেল, ২টি মাস্ক এবং একটি করে সাবান।

এসময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

রিয়াজ রহমান বলেন, অসহায় মানুষদের সহায়তা করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে রাতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করছি। আগামীতেও এ ধারা অব্যাহত রাখা হবে।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর