৫ এপ্রিল, ২০২০ ১৩:৩৫

করোনা আতঙ্কে ভারতে নারীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক

করোনা আতঙ্কে ভারতে নারীর আত্মহত্যা

চীনের সীমানা পরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ নিয়ে মানুষের মাঝে আতঙ্ক বেড়েই চলেছে। এ আতঙ্কে ভারতে এবার সরকারি এক নারী কর্মকর্তা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে ওই নারী একটি সুইসাইড নোটও লিখে গেছেন। তবে ওই নারীর কোনো পরিচয় প্রকাশ করা হয়নি।

শনিবার এ মর্মান্তিক ঘটনাটি ঘটে অরুণাচল প্রদেশের ইটানগরে। এর আগে শুক্রবার পাঞ্জাবের অমৃতসরে করোনা আতঙ্কে এক বয়স্ক দম্পতি আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে ইটানগর পুলিশ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সরকারি ওই নারী কর্মকর্তা। তার জেরেই আত্মহননের মতো পথ বেছে নেন। বাথরুমেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বাড়ির বাথরুম থেকে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে।

চিঠিতে তিনি লেখেছেন- যে হারে কোভিড-১৯ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তাতে আমি আতঙ্কিত। দিনের পর দিন করোনার চাপ নিতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলাম।

এর আগে শুক্রবার সাথিয়াললা গ্রামের বাড়ি থেকে এক বয়স্ক দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর