মহামারী কভিড-১৯ করোনাভাইরাসের এই সময়ে লকডাউন অমান্য করে বহু গার্মেন্টস কর্মী রাজধানী ঢাকায় ফিরেছেন। এ সময় কারখানা খোলায় অনেকেই সমালোচনা করেছেন। তাদের ফেরাতে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় কমিটি কেন পদক্ষেপ গ্রহণ করেনি? তাহলে করোনা মোকাবেলায় এ কমিটির কাজ কী? আজ রবিবার করোনা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, জাতীয় কমিটির কাজ হল যেটা দেখছেন সেটা।
তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করছি, কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছি, করোনা টেস্ট করছি, আমাদের স্বাস্থ্য বিষয়ক বেশি কাজ হবে। স্বাস্থ্য বিষয়ক কাজগুলোই আমরা করে থাকি। কারখানা খোলা, বন্ধ করা আমাদের কাজ না। লকডাউন করা, গাড়ি না চলা- এগুলো অন্যান্য মন্ত্রণালয় যারা এ কমিটিতে আছে তাদের দায়িত্ব।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত প্রথম দফা বন্ধের পর ঢাকা ও আশপাশের গার্মেন্ট কারখানাগুলো আজ থেকে চালু হওয়ার কথা ছিল। তবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়তি ছুটির কারণে গণপরিবহন বন্ধ থাকায় চরম ঝুঁকি নিয়ে ঢাকামুখী হন গার্মেন্টকর্মীরা। দূরপাল্লার সব যোগাযোগব্যবস্থা বন্ধ থাকায় গার্মেন্টকর্মী হাজার হাজার নারী-পুরুষ সীমাহীন দুর্ভোগ সঙ্গী করে পায়ে হেঁটেই ঢাকায় আসতে শুরু করেন।
বিডি প্রতিদিন/ফারজানা