করোনাভাইরাসের মহামারীতে তটস্থ বিশ্ব। বিভিন্ন দেশে মৃত্যুর প্রতিযোগীতা চলছে। এরই মধ্যে করোনা ভয়াবহ রূপ নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে। দেশটির জনবহুল শহর গুয়াইকিলে করোনায় আক্রান্ত হয়ে শুধু হাসপাতালে নয়, রাস্তায় রাস্তায় মানুষ মরে থাকতে দেখা গেছে। সারি সারি লাশের মর্গে জায়গা না হওয়ায় বাধ্য হয়ে করোনায় আক্রান্তদের মরদেহ বিশাল আকারের ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে।
ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডর সরকার শনিবার এমনটি জানিয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইকুয়েডরের সবচেয়ে জনবহুল শহর গুয়াইয়াকিল রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে মরদেহ। আর এরপরই ইকুয়েডর সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হলো। দেশটিতে এ পর্যন্ত করোনায় ৩১৮ জনের মৃত্যু হয়েছে। যা দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। কিন্তু দেশটির প্রেসিডেন্ট লেনিন মরেনো বলেছেন, প্রকৃতপক্ষে কর্তৃপক্ষ যা বলছে মৃতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
বিডি-প্রতিদিন/শফিক