সারা বিশ্বে যেখানে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা সেখানে করোনা শনাক্তের হার অনেকটা নেমে এসেছে থাইল্যান্ডে। দেশটিতে করোনা আক্রান্তের হার রেকর্ড করা হয়েছে শতকরা ০.৯৭ ভাগ। থাইল্যান্ডের করোনার পরিস্থিতি পর্যালোচনার জন্য নিয়োজিত মুখপাত্র এ তথ্য জানান।
শেষ পাওয়া খবরে থাইল্যান্ডে ১ হাজার ১২৪ জন করোনা রোগীর মধ্যে ১৮ জন পুরুষ মারা গেছে। আর ৮৭৪ জন করোনা শনাক্ত নারীর মধ্যে মারা গেছে ২ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২০ জন যাদের বয়স ৩৫ থেকে ৮৪ বছরের মধ্যে। এর মধ্যে ১৮ জন পুরুষ, ২ জন নারী। বাইরের দেশ থেকে আগত মানুষ, জনসমাগম আছে এমন জায়গা, হাসপাতাল, করোনা আক্রান্ত রোগীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ আছে এমন মানুষ থেকেই করোনা ছড়াচ্ছে বেশি।
বিডি-প্রতিদিন/শফিক