করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনদের কোয়ারেন্টাইনে রাখার জন্য নিজেদের ছাত্রীনিবাসকে সাময়িকভাবে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং উপাচার্য ড. অনুপম সেন সদস্যদের মতামতের ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসককে জানান। এর ফলে জেলা প্রশাসন ছাত্রীনিবাসটিকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য গ্রহণ করেছে এবং এ ব্যাপারে তাদের প্রক্রিয়া শুরু করেছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী জনসংযোগ কর্মকর্তা শামসুল আরেফীন জানান, নগরীর সাগরিকায় ৯ কোটি টাকা ব্যয়ে সিটি করপোরেশনের কাছ থেকে কেনা নিজস্ব ভূমিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আটতলা একটি ছাত্রীনিবাস নির্মিত করেছে। এখানে ১৬০ জন ছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। দুই বছর আগে ছাত্রীনিবাসটি প্রস্তুত হলেও সেটি এখনো চালু হয়নি। কোয়ারেনটাইন কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য সেখানে পর্যাপ্ত সুবিধা আছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীনিবাসকে কোয়ারেনটাইন কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্ধারণ করেছিল। কিন্তু ছাত্র-শিক্ষক ও স্থানীয়দের আপত্তির কারণে পরে প্রশাসন সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।
বিডি প্রতিদিন/এ মজুমদার /ফারুক তাহের