সিএমপি ট্রাফিক বিভাগ তিন হাজার পরিবহন শ্রমিককে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। রবিবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম। নগরীর দরিদ্র তিন হাজার পরিবহন শ্রমিকদের পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, আধা কেজি লবন, আধা লিটার সয়াবিন তেল ও ১টি সাবানসহ ১১ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হয়।
এস. আলম গ্রুপের সহযোগিতায় দেওয়া এই খাদ্যপণ্য বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মোঃ তারেক আহম্মেদ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (চট্টগ্রাম অঞ্চল) সভাপতি মো. মুসা, সাধারণ সম্পাদক অলি আহমদ, এসআলম গ্রুপের কর্মকর্তা মো. আকিজ উদ্দিনসহ পুলিশের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের