করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে লালমনিরহাটে দু’জনকে আইসোলেশনে রাখা হয়েছে। ৪০ ও ৩০ বছর বয়সী দুই ব্যক্তি জ্বর ও গলা ব্যথা নিয়ে লালমনিরহাট সদর হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন।
রবিবার দুপুরে আক্রান্ত ওই দুজনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে পাঠান হয়েছে।এদের মধ্যে একজনকে শনিবার সন্ধ্যায় ও অপর জনকে শনিবার রাতে হাসপাতাল দুটিতে ভর্তি নেওয়া হয়।
জানা গেছে, গত ১০দিন আগে সপরিবারে ঢাকা থেকে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের বাড়িতে আসেন। আক্রান্ত ব্যক্তি ৫দিন ধরে জ্বর ও গলা ব্যথায় ভুগছেন। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। আক্রান্ত ব্যক্তি কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
অপরদিকে লালমনিরহাট পৌরসভার নর্থবেঙ্গল মোড় জুগীটারী এলাকার ৩০ বছর বয়সী এক ব্যক্তি জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথার উপসর্গ নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন। তিনি গত ২০ দিন আগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বলে জানা গেছে।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, ওই দুইজন জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথা নিয়ে লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আক্রান্ত ওই দুজনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে পাঠান হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, দুই পরিবারের লোকজনকেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ দিকে জেলায় ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে নতুন ১ জন মোট রয়েছেন ১৯৯ জন রয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার