কিশোরগঞ্জে আজ রবিবার নতুন করে ৫ জনের শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৮ জনের নমুনা আইইডিসিআর-এ পরীক্ষাধীন রয়েছে। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান রবিবার এ কথা জানিয়েছেন।
আজ কিশোরগঞ্জ সদর উপজেলার ২ জন, করিমগঞ্জের ১ জন ও ভৈরবের ২ জনের শরীরের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। এর আগে পাঠানো ৬ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক রোগীর মৃত্যু হওয়ায় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ ৬ জন এবং মৃত ব্যক্তির পরিবারের ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪৪ জনকে। আর একই সময়ে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭ জন।
সিভিল সার্জন আরও জানান, কাল সোমবার নমুনা পরীক্ষার ফল পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার