৬ এপ্রিল, ২০২০ ০৯:৪২

লকডাউন অমান্য করলে ধরিয়ে দেবে গুগল

অনলাইন ডেস্ক

লকডাউন অমান্য করলে ধরিয়ে দেবে গুগল

বিশ্বের অধিকাংশ দেশেই কভিড-১৯ করোনাভাইরাসের লকডাউন চলছে। লকডাউন অমান্য করে যেসব নাগরিক জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি করছেন তাদের তথ্য সরকারকে দেবে গুগল।

এক ঘোষণায় গুগল বলেছে, আমাদের এসব তথ্য কভিড-১৯ মহামারী মোকাবেলায় সিদ্ধান্ত নিতে সহায়ক হবে বলে আশা করছি।  

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এখন বিশ্বের প্রায় সব দেশেই এ ভাইরাস ছড়িয়েছে।

আজ সোমবার পর্যন্ত সারা বিশ্বে মোট ১২ লাখ ৭৩ হাজার ৭১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ৬৯ হাজার ৭১২ জন। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর